আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৯- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৬২৩৫
আন্তর্জতিক নং: ৬৬৯২

পরিচ্ছেদঃ ২৭৭৪. মান্নত পুরা করা এবং আল্লাহর বাণীঃ তারা মান্নত পুরা করে থাকে।

৬২৩৫। ইয়াহয়া ইবনে সালিহ (রাহঃ) ......... সাঈদ ইবনে হারিস (রাহঃ) থেকে বর্ণিত, তিনি ইবনে উমর (রাযিঃ) কে বলতে শুনেছেন, তোমাদেরকে কি মান্নত করতে নিষেধ করা হয়নি? নবী (ﷺ) তো বলেছেনঃ মান্নত কোন কিছুকে বিন্দুমাত্র এগিয়ে আনতে পারে না এবং পিছিয়েও দিতে পারে না। তবে হ্যাঁ, মান্নতের দ্বারা কৃপণের কাছ থেকে (কিছু মাল) বের করা হয়।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ বুখারী - হাদীস নং ৬২৩৫ | মুসলিম বাংলা