আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৯- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৬২২৪
আন্তর্জতিক নং: ৬৬৮১

পরিচ্ছেদঃ ২৭৬৭. কোন ব্যক্তি যখন বলে, আল্লাহর কসম! আজ আমি কথা বলব না। এরপর সে নামায আদায় করল অথবা কুরআন পাঠ করল অথবা সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার বা আলহামদুলিল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলল। তবে তার কসম তার নিয়ত হিসেবেই আরোপিত হবে। নবী (ﷺ) বলেছেনঃ সর্বোত্তম কথা চারটিঃ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং ওয়াল্লাহু আকবার।
আবু সুফিয়ান (রাযিঃ) বলেছেন, নবী (ﷺ) সম্রাট হিরাক্লিয়াসের কাছে এ মর্মে লিখেছিলেনঃ হে কিতাবীগণ! এসো সে কথায়, যা আমাদের ও তোমাদের মধ্যে একই।
মুজাহিদ (রাহঃ) বলেন, كَلِمَةُ التَّقْوَى ‘লা ইলাহা ইল্লাল্লাহ’।

৬২২৪। আবুল ইয়ামান (রাহঃ) ......... সাঈদ ইবনে মুসাইয়্যাব (রাহঃ) এর পিতা থেকে বর্ণিত, তিনি বলেনঃ আবু তালিবের যখন মৃত্যু উপস্থিত হল, তখন রাসূলুল্লাহ (ﷺ) তার কাছে তাশরীফ আনলেন এবং বললেনঃ আপনি لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ কালেমাটি বলুন, আমি আল্লাহ তাআলার নিকট আপনার ব্যাপারে এর মাধ্যমে সুপারিশ করব।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ বুখারী - হাদীস নং ৬২২৪ | মুসলিম বাংলা