আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৩- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৪৭৪৩
আন্তর্জতিক নং: ৫১১২

পরিচ্ছেদঃ ২৬৭৪. আশ্-শিগার বা বদল বিয়ে

৪৭৪৩। আব্দুল্লাহ ইবনে ইউসুফ ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, মহানবী (ﷺ) আশ্-শিগার বিয়ে নিষিদ্ধ করেছেন। আশ্-শিগার’ হলো: কোন ব্যক্তি নিজের কন্যাকে অন্য এক ব্যক্তির পুত্রের সাথে বিবাহ দিবে এবং তার কন্যা নিজের পুত্রের জন্য আনবে এবং এক্ষেত্রে কোন কনেই মোহর পাবে না।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy