দু‘আ-১৩৬

share dua

اَللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنَ الَّذِيْنَ إِذَاۤ أَحْسَنُوْا اسْتَبْشَرُوْا، وَإِذَا ۤ أَسَآءُوْا اسْتَغْفَرُوْا.

উচ্চারণঃ null

অর্থঃ ইয়া আল্লাহ! আমাকে ঐ বান্দাদের মাঝে শামিল করুন, যারা ভালো কাজ করলে আনন্দিত হয় আর মন্দ কাজ করলে ইসতিগফার করে।১৩১

উৎসঃ -ইবনে মাজাহ

উপকারিতাঃ

না। أَحْيِنِيْ مِسْكِيْنًا

১৩১. সৌভাগ্যবানদের পরিচয় এই যে, ভালো কাজ করতে পারলে তাদের মনে আনন্দ জাগে আর ভুল-ভ্রান্তি হয়ে গেলে অনুশোচনার সাথে তার প্রায়শ্চিত্তের চিন্তা করে। পক্ষান্তরে দুর্ভাগা লোকেরা তো পাপাচার-অনাচারেই আনন্দ পায় আর চক্ষুলজ্জার কারণে কখনো কোনো বন্দেগী ভালো কাজ করলেও আমলের মিষ্টতা কিছুমাত্রও পায় না। أَحْيِنِيْ (ইয়া আল্লাহ! জীবনে আমাকে ‘মিসকীন’...) খুব লক্ষ্য করার বিষয়, মানবতার নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কোন দলে শামিল থাকার আকুতি প্রকাশ করেছেন! রাজা-বাদশা, আমীর-ওমরা, জমিদার-পুঁজিপতি কোনো দলে নয়, তাঁর আকাঙ্ক্ষা মিসকীন থাকার মিসকীনের দলে শামিল থাকার। প্রকৃত ‘সমাজতন্ত্র’ তো এরই নাম। নয় যে, ধনীর সম্পদ লুটে নিজে মালিক হওয়া; ধনী নিঃস্ব হোক আর আমি ধনী হই!


এ সম্পর্কিত আরও দু’আ...

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy