দু‘আ-১২০

share dua

اَللّٰهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ الْأَشْيَآءِ إِلَـيَّ، وَاجْعَلْ خَشْيَتَكَ أَخْوَفَ الْأَشْيَآءِ عِنْدِيْ، وَاقْطَعْ عَنِّيْ حَاجَاتِ الدُّنْيَا بِالشَّوْقِ إِلٰى لِقَآئِكَ، وَإِذَا أَقْرَرْتَ أَعْيُنَ أَهْلِ الدُّنْيَا مِنْ دُنْيَاهُمْ فَأَقْرِرْ عَيْنِيْ مِنْ عِبَادَتِكَ.

উচ্চারণঃ null

অর্থঃ ইয়া আল্লাহ! আমার কাছে আপনার ভালোবাসাই যেন হয় সবকিছু থেকে প্রিয়। আর আপনার ভয়ই যেন হয় সকল ভয়ের বড় ভয়। আর আপনার সাথে সাক্ষাতের ব্যাকুলতার মাধ্যমে দুনিয়ার প্রয়োজনসমূহ আমার থেকে বিচ্ছিন্ন করুন আর যখন দুনিয়াওয়ালাদের চক্ষু তাদের দুনিয়া দ্বারা শীতল করেছেন, তখন আমার চোখ আপনার ইবাদত দ্বারা শীতল করুন।১১৭

উৎসঃ -কানযুল উম্মাল

উপকারিতাঃ

দিন। اِجْعَلْ حُبَّكَ থাকে। وَاجْعَلْ خَشْيَتَكَ

১১৭. অর্থাৎ যেভাবে দুনিয়াদাররা পার্থিব ভোগ-বিলাসের দ্বারা সুখী হয়, যা এক স্বাভাবিক বিষয়ও বটে, আমি যেন আপনার বন্দেগী আনুগত্যের মাঝেই শান্তি-সুখ খুঁজে পাই। একেই আমার জন্য স্বাভাবিক বানিয়ে দিন। اِجْعَلْ (আপনার ভালবাসাই যেন...)। অর্থাৎ আপনার ভালবাসাই যেন পার্থিব সকল কামনা-বাসনার উপর প্রবল থাকে। وَاجْعَلْ (আপনার ভয়ই যেন হয় আমার কাছে...)। অর্থাৎ সৃষ্টির ভয়ের উপর আপনার ভয়ই যেন প্রবল থাকে। উল্লেখ্য, এক ভয়ের উদাহরণ হল হিংস্র প্রাণীর ভয়, যা কোনো কারণ ছাড়াই মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। আরেক ভয় হচ্ছে, কারো প্রবল ক্ষমতা পরম মাহাত্ম্যের কারণে ভয়, যিনি একদিকে অতি দয়ালু মেহেরবান, অন্যদিকে নাফরমানী অবাধ্যতার শাস্তিও দিতে পারেন।


এ সম্পর্কিত আরও দু’আ...

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy