দু‘আ-১১৭

share dua

اَللّٰهُمَّ لَكَ صَلَاتِيْ وَنُسُكِيْ وَمَحْيَايَ وَمَمَاتِيْ، وَإِلَيْكَ مَاٰبِيْ، وَلَكَ رَبِّ تُرَاثِيْ.

উচ্চারণঃ null

অর্থঃ ইয়া আল্লাহ! আপনারই জন্য আমার নামায, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ। আর আপনারই দিকে আমার প্রত্যাবর্তন এবং আমার রেখে যাওয়া সবকিছু আপনারই।১১৪

উৎসঃ -তিরমিযী

উপকারিতাঃ

لَكَ صَلَاتِي وَنُسُكِي জন্য। مَحْيَايَ وَمَمَاتِي বাহুল্য। وَإِلَيْكَ مَاٰبِىْ وَلَكَ رَبِّ تُرَاثِىْ

১১৪. ইখলাস আবদিয়্যাতের দাবিসমূহের ধারক আশ্চর্য দু‘আ! সকল ইবাদত শুধু আল্লাহরই জন্য হওয়া চাই। কিন্তু বাহ্যিকভাবে আল্লাহর জন্য হলেও বাস্তবে এমন নামায ইবাদত তো কমই হয়ে থাকে। অধিকাংশের মাঝেই অন্য কিছুরও মিশ্রণ ঘটে। এখানে প্রার্থনা করা হচ্ছে, প্রত্যেক নামায প্রতিটি ইবাদত যেন হয় জাগ্রত চেতনার সাথে শুধু আল্লাহরই জন্য। مَحْيَايَ (আমার জীবন, আমার মরণ)। মনোবাসনার জোরালো প্রকাশ যে, শুধু ইবাদত-বন্দেগীই নয়, জাগতিক কাজ-কর্মেও যেন আল্লাহর সন্তুষ্টির প্রেরণাই কার্যকর থাকে। খাওয়া-দাওয়া, চলাফেরা, ওঠা-বসা, ঘুমানো, জাগ্রত হওয়া, কথাবার্তা, হাসি-কান্না সবই যদি হয় মাওলার রেযামন্দির জন্য, তাহলে তো বান্দার পরম নৈকট্যের কথা বলাই বাহুল্য। وَإِلَيْكَ (আর আপনারই দিকে...)। মানুষের যদি নিজের নিজের অর্থ-সম্পদের পরিণামের কথা সর্বদা স্মরণ থাকে, তাহলে না কোনো অবহেলা হবে সাধারণ আনুগত্যের ক্ষেত্রে, না সম্পদবিষয়ক দায়িত্ব-কর্তব্যের ক্ষেত্রে


এ সম্পর্কিত আরও দু’আ...

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy