দু‘আ-৪১

share dua

اَللّٰهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِمَآءِ الثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّ قَلْبِيْ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ.

উচ্চারণঃ null

অর্থঃ ইয়া আল্লাহ! বরফ ও শিলার পানি দ্বারা আমার গুনাহসমূহ ধুয়ে দিন এবং আমার অন্তরকে গুনাহ থেকে এমন পরিষ্কার করুন, যেমন সাদা কাপড়ের ময়লা পরিষ্কার করা হয় আর আমার ও আমার গুনাহসমূহের মাঝে এমন দূরত্ব সৃষ্টি করুন যেমন দূরত্ব আপনি সৃষ্টি করেছেন পূর্ব-পশ্চিমের মাঝে।৪২

উৎসঃ -বুখারী

উপকারিতাঃ

হচ্ছে اغْسِلْ خَطَايَاىَ থাকে। كَمَا بَاعَدْتَ

৪২. এখান থেকে হাদীসের দু‘আ শুরু হচ্ছে اغْسِلْ (বরফ শিলার পানি দ্বারা আমার গুনাহসমূহ ধুয়ে দিন) অর্থাৎ এমনভাবে ধুয়ে দিন যে, পাপের কালিমার লেশমাত্রও না থাকে। كَمَا (যেমন দূরত্ব আপনি...) উপমাদুটি আরবী ভাষায় ব্যাপক ব্যবহৃত। অর্থ গুনাহের মিশ্রণ থেকে পূর্ণ পবিত্রতা। মুসলমানের কর্তব্য, প্রার্থনার বাক্যগুলো উচ্চারণের সাথে-সাথে তার মর্যাদাও রক্ষা করা এবং সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার সাধ্যমতো চেষ্টা করা। ইয়া আল্লাহ! সবার আগে এর তাওফীক দিন এই গুনাহগার লেখককে (ও অনুবাদককে)।


এ সম্পর্কিত আরও দু’আ...

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy