দু‘আ-৩৩

رَبَّنَا وَ اَدْخِلْهُمْ جَنّٰتِ عَدْنِ ِ۟الَّتِیْ وَعَدْتَّهُمْ وَ مَنْ صَلَحَ مِنْ اٰبَآىِٕهِمْ وَ اَزْوَاجِهِمْ وَ ذُرِّیّٰتِهِمْ ؕ اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُۙ۸ وَ قِهِمُ السَّیِّاٰتِ ؕ وَ مَنْ تَقِ السَّیِّاٰتِ یَوْمَىِٕذٍ فَقَدْ رَحِمْتَهٗ ؕ وَ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ۠۹
উচ্চারণঃ null
অর্থঃ হে আমাদের পরওয়ারদেগার! তাদের আপনি দাখিল করুন স্থায়ী আবাসের জান্নাতে, যার প্রতিশ্রুতি আপনি তাদের দিয়েছেন। (তেমনি) তাদের পিতামাতা, স্ত্রী ও সন্তানদের যারা নেককার, তাদেরও দাখিল করুন। (তাদের সাথে এবং তাদের মতো মর্তবা ও মর্যাদায়) নিঃসন্দেহে আপনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এবং তাদের রক্ষা করুন সকল অনিষ্ট থেকে। আর সেই দিন (হিসাব- দিবসে) যাকে অনিষ্ট থেকে রক্ষা করবেন, তাকে তো (বড়) রহমই করবেন। আর এ-ই হবে বড় কামিয়াবী।৩৪
উৎসঃ -সূরা মুমিন : ৮-৯
উপকারিতাঃ
উদ্দেশ্য। جَنّٰتِ عَدْنِ যায়। مَنْ صَلَحَ হয়। اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ মহাপ্রজ্ঞাবান। الْفَوْزُ الْعَظِیْمُ
৩৪. এ হচ্ছে আল্লাহর রহমতের দানের দিক এবং এটিই মূল উদ্দেশ্য। جَنّٰتِ (স্থায়ী বসবাসের জান্নাতে)। জান্নাত সকল মুমিনের মঞ্জিলে মাকসুদ। এ এমন বিষয় নয়, যাকে কবিসুলভ অহমিকার দ্বারা উপেক্ষা করা যায়। مَنْ (যারা নেককার)। মানুষের আনন্দ তখনই পূর্ণ হয়, যখন সেই আনন্দে তার বড়-ছোট এবং সঙ্গী-সুহৃদও শামিল হয়। এখানে এই প্রার্থনাই করানো হচ্ছে যে, আত্মীয়-স্বজনদের মাঝে যারা ঈমানদার, কিন্তু আমলের দিক থেকে এই মর্তবার নয়, তাদেরও যেন এ জান্নাতীদের সঙ্গী ও সমমর্যাদার বানিয়ে দেওয়া হয়। اِنَّكَ (আপনিই তো পরাক্রমশালী প্রজ্ঞাময়)। সুতরাং এ আবেদন মঞ্জুর করা আপনার পক্ষে কঠিন নয়। আপনি তো আল-আযীয- সবকিছুর উপর কর্তৃত্ববান। আপনি এ আবেদন পূরণের ব্যবস্থা এমনভাবেও করতে পারেন যে, আপনার সাধারণ নিয়মের কোথাও কোনো ব্যত্যয় ঘটবে না। আর আপনি তো আল-হাকীম মহাপ্রজ্ঞাবান। الْفَوْزُ (বড় কামিয়াবী)। পার্থিব ক্ষণস্থায়ী সফলতা তো কোনো সফলতা নয়; আখিরাতের সফলতা-ই প্রকৃত সফলতা। কুরআন মাজীদে বারবার বিভিন্নভাবে এ সত্যের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
দু'আর বিষয়
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে