দু‘আ-২৮

share dua

رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّةَ اَعْیُنٍ وَّ اجْعَلْنَا لِلْمُتَّقِیْنَ اِمَامًا۝۷۴

উচ্চারণঃ রাব্বানা-হাবলানা-মিন আঝওয়া-জিনা-ওয়া যুররিইইয়া-তিনা কুররাতা আ‘ইউনিওঁ ওয়াজ‘আলনা-লিলমুত্তাকীনা ইমা-মা-।

অর্থঃ হে আমাদের পরওয়ারদেগার! আমাদের দান করুন আমাদের স্ত্রী-সন্তানদের তরফ থেকে চোখের শীতলতা। আর আমাদের বানান মুত্তাকীদের ইমাম।২৯

উৎসঃ -সূরা ফুরকান : ৭৪

উপকারিতাঃ

কুরআন) مِنْ اَزْوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّةَ اَعْیُنٍ

২৯. তো বলাই বাহুল্য যে, মুত্তাকীদের ইমাম আদর্শ তিনিই হতে পারেন, যিনি নিজেও উচ্চ পর্যায়ের তাকওয়ার অধিকারী। সুতরাং দু‘আর অর্থ, তাকওয়ার উঁচু মর্যাদা আমাদের দান করুন যে, আমাদের অনুসরণ করে অন্যরাও মুত্তাকী হয়ে যায়। মূল উদ্দেশ্য নেতৃত্ব প্রার্থনা নয়, যদিও সে প্রার্থনাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে তা প্রমাণ হয় না। উদ্দেশ্য, পরিবার-পরিজনের মুত্তাকী হওয়ার প্রার্থনা। অর্থাৎ নিছক পরিবারের প্রধান হওয়ার পরিবর্তে মুত্তাকী পরিবারের প্রধান করুন। (বয়ানুল কুরআন) مِنْ (আমাদের স্ত্রী-সন্তানদের তরফ থেকে)। আরেকটি উদাহরণ আল্লাহর মকবুল বান্দাদের দু‘আ নামাযে স্ত্রী-সন্তান প্রার্থনার। (চোখের শীতলতা)। আরবী ভাষায় ‘চোখের শীতলতা’ বলে অন্তরের প্রশান্তি বোঝানো হয়। আল্লাহর মকবুল বান্দাদের অন্তর তখনই শান্তি পায়, যখন নিজেদের স্ত্রী-সন্তানদেরও দেখতে পান তাদের মতো দ্বীনের পূর্ণ অনুসারী এবং দ্বীনের বিধান পালনে পূর্ণ উদ্যোগী।


এ সম্পর্কিত আরও দু’আ...

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy