দু‘আ-২৩

رَبِّ لَا تَذَرْ نِیْ فَرْدًا وَّ اَنْتَ خَیْرُ الْوٰرِثِیْنَۚۖ۸۹
উচ্চারণঃ রাব্বি লা-তাযারনী ফারদাওঁ ওয়া আনতা খাইরুল ওয়ারিছীন।
অর্থঃ পরওয়ারদেগার! আমাকে একা (নিঃসন্তান) অবস্থায় রাখবেন না। আর আপনিই তো সকল ওয়ারিছের শ্রেষ্ঠ ওয়ারিছ।২৫
উৎসঃ -সূরা আম্বিয়া : ৮৯
উপকারিতাঃ
২৫. আল্লাহ তা‘আলার ইশারায় হযরত যাকারিয়া আ. বার্ধক্যে সন্তান প্রার্থনা করছেন। স্বভাবের চাহিদা ও বাহ্যিক অবস্থার দিক থেকে বলছেন, আমি তো নিঃসন্তান, কিন্তু আল্লাহর উপর আশা ও ভরসার দিক থেকে বলছেন, সন্তান কামনার উদ্দেশ্য তো আল্লাহ তা‘আলা আরো উত্তমভাবে পুরা করতে পারেন। আল্লাহ তা‘আলাকে শ্রেষ্ঠ ওয়ারিছ বলার আরেকটি দিক এই যে, তিনিই প্রকৃত ওয়ারিছ। তিনি ছাড়া আর যারা ওয়ারিছ হয়, তারা প্রকৃত ওয়ারিছ ও উত্তরসূরি এ জন্য নয় যে, তাদেরও একদিন মৃত্যু ঘটবে। কিন্তু যেহেতু এদের মাধ্যমে কিছু দীনী সুফল পাওয়া যাবে এ জন্য এই প্রার্থনা। নতুবা কোনো না কোনো দিন তো এই ওয়ারিছ ও তার উত্তরসূরিরাও দুনিয়া থেকে বিদায় নেবে এবং এ সুফলের ধারারও সমাপ্তি ঘটবে। সুতরাং প্রকৃত ওয়ারিছ একমাত্র আল্লাহ, যিনি চিরঞ্জীব। -বয়ানুল কুরআন যারা মনে করেন, স্ত্রী-সন্তানের প্রতি স্বভাবগত আকর্ষণ ওলী আল্লাহদের মতর্বা থেকে নীচের বিষয় তারা যেন নবী-রাসূলগণের এ দু‘আয় চিন্তা করেন।
দু'আর বিষয়
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে
দু’আর বিষয় লোড হচ্ছে