দু‘আ-২০

share dua

رَبِّ اشْرَحْ لِیْ صَدْرِیْۙ۝۲۵ وَ یَسِّرْ لِیْۤ اَمْرِیْۙ۝۲۶ وَ احْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْۙ۝۲۷ یَفْقَهُوْا قَوْلِیْ۪۝۲۸

উচ্চারণঃ কা-লা রাব্বিশরাহলী সাদরী। ওয়া ইয়াছছিরলীআমরী। ওয়াহলুল ‘উকদাতাম মিলিলছা-নী। ইয়াফকাহূকাওলী

অর্থঃ পরওয়ারদেগার! আমার সীনা খুলে দিন, আমার জন্য আমার কাজ সহজ করে দিন এবং আমার যবান থেকে জড়তা দূর করুন, যেন ওরা আমার কথা বোঝে।২২

উৎসঃ -সূরা তাহা : ২৫-২৮

উপকারিতাঃ

اشْرَحْ لِیْ صَدْرِیْ কুরআন) وَ یَسِّرْ لِیْۤ اَمْرِیْ করি! وَ احْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْ

২২. হযরত মূসা কালীমুল্লাহ আ. দু‘আ করেছিলেন নবুওত পেয়ে ফেরাউনের কাছে হেদায়েতের পয়গামসহ প্রেরিত হওয়ার সময়। (আমার সীনা খুলে দিন) আরবী ভাষায় ‘শরহে সদর’ অর্থ কোনো বিষয়ে পূর্ণ ইতমিনান হাসিল হওয়া, সম্পূর্ণ নিঃসংশয় হওয়া। আমার মনোবল বাড়িয়ে দিন, যেন দীন প্রচারে কোনোরূপ কুণ্ঠা না হয় এবং প্রতিপক্ষের বিরোধিতা অস্বীকারের কারণে মন ভেঙে না যায়। (বয়ানুল কুরআন) وَ (আমার জন্য আমার কাজ সহজ করে দিন)। অর্থাৎ তাবলীগের উপায়-উপকরণগুলোর ব্যবস্থা করে দিন আর প্রতিবন্ধকগুলো দূর করে দিন। (বয়ানুল কুরআন) এ বাক্যের ব্যাপকতায় সব ধরনের বৈধ শরীয়তসম্মত মাকসাদ শামিল আছে। যখন আল্লাহর পয়গাম্বারও নিজের কাজ সহজ হওয়ার প্রার্থনা করছেন, তখন আমাদের মতো দুনিয়াদারদের কী যোগ্যতা আছে যে, উচ্চ মনোবলের গৌরবে বিপদ প্রতিকূলতা কামনা করি! وَ (আমার জিহ্বার জড়তা দূর করুন যেন ওরা আমার কথা বোঝে) দীন প্রচারের খিদমতে নিয়োজিতদের পরিমাণ বক্তৃতা উপস্থাপনার যোগ্যতা থাকা মাকসুদ পর্যায়ে কাম্য, যা দ্বারা শ্রোতা আলোচ্য বিষয় সহজে বুঝতে পারে।


এ সম্পর্কিত আরও দু’আ...

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy