দু‘আ-১৪

share dua

فَاطِرَ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ ۫ اَنْتَ وَلِیّٖ فِی الدُّنْیَا وَ الْاٰخِرَةِ ۚ تَوَفَّنِیْ مُسْلِمًا وَّ اَلْحِقْنِیْ بِالصّٰلِحِیْنَ۝۱۰۱

উচ্চারণঃ ফা-তিরাছছামা-ওয়া-তি ওয়াল আরদি আনতা ওয়ালিইইয়ী ফিদদুনইয়া-ওয়াল আখিরাতি তাওয়াফফানী মুছলিমাওঁ ওয়া আলহিকনী বিসসা-লিহীন।

অর্থঃ হে আকাশ ও ভূমির স্রষ্টা! দুনিয়া-আখিরাতে আপনিই থাকুন আমার সহায়। আমাকে মৃত্যু দিয়েন ইসলামের উপর আর আমাকে যুক্ত কোরেন নেককারদের সাথে। (নেককারদের মতো শুভ পরিণাম তো এক মহা সৌভাগ্য)।১৬

উৎসঃ -সূরা ইউসুফ : ১০১

উপকারিতাঃ

فَاطِرَ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ বলেছেন- اك مرے دل كے وہ خوش کرنے پہ کیا قادر نہیں ايك كن سے دو جہاں کو جس نے پیدا کر دیا একই দো-জাহান। اَنْتَ وَلِیّٖ فِی الدُّنْیَا وَ الْاٰخِرَةِ ধারক। تَوَفَّنِیْ مُسْلِمًا

১৬. (আকাশ ভূমির স্রষ্টা)। এভাবে সম্বোধনের তাৎপর্য এই যে, আকাশ-পৃথিবী সৃষ্টি করা যাঁর পক্ষে অতিসহজ, তাঁর জন্য সামান্য আরজি কবুল করা কি কঠিন কিছু? আল্লাহ রহম করুন আকবর ইলাহাবাদীকে। কী সুন্দরই না তিনি বলেছেন- اك دیا একই আমার মনকে খুশি করা তার পক্ষে অসম্ভব কী/এক ‘কুনে’ যিনি পয়দা করেছেন দো-জাহান। اَنْتَ (দুনিয়া আখিরাতে আপনিই থাকুন আমার সহায়)। হক্ব তাআলার দয়া সাহায্য এবং তাঁর করুণা কর্মসম্পাদন শুধু আখিরাতেই নয়, দুনিয়াতেও কদমে কদমে দরকার। কুরআন-হাদীসের দু‘আগুলো এই বিবিধ প্রয়োজনের ধারক। تَوَفَّنِیْ (আমাকে মৃত্যু দিয়েন ইসলামের উপর)। কর্মের বিচার হয় সমাপ্তির দ্বারা। সুন্দর সমাপ্তি শুভ পরিণামের চেয়ে বড় সম্পদ বান্দার আর কী হতে পারে?


এ সম্পর্কিত আরও দু’আ...

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy