দু‘আ-১২

share dua

اَنْتَ وَلِیُّنَا فَاغْفِرْ لَنَا وَ ارْحَمْنَا وَاَنْتَ خَیْرُ الْغٰفِرِیْنَ۝۱۵۵

উচ্চারণঃ আনতা ওয়ালিইউনা-ফাগফিরালানাওয়ারহামনা-ওয়া আনতা খাইরুল গা-ফিরীন।

অর্থঃ আপনিই তো আমাদের মদদকারী। আমাদের ক্ষমা করুন এবং আমাদের উপর রহম করুন। আপনি শ্রেষ্ঠ ক্ষমাকারী। (কারণ, আপনার ক্ষমাই প্রকৃত ও নিশ্চিত ক্ষমা। মাখলুকের ক্ষমা তো প্রকৃত ক্ষমা নয়, যে কিনা নিজেই আপনার ক্ষমার মুখাপেক্ষী)।১৪

উৎসঃ -সূরা আ’রাফ : ১৫৫

উপকারিতাঃ

اَنْتَ وَلِیُّنَا ভরসা। وَ ارْحَمْنَا

১৪. (আপনিই তো আমাদের মদদকারী)। আপনারই মদদ নুসরত এবং আপনারই কর্ম সম্পাদনের উপর আমাদের ভরসা। وَ (আমাদের উপর রহম করুন)। বিভিন্ন দু‘আয় পুনঃ-পুনঃ রহমত কামনা বিশেষ মনোযোগের দাবিদার। নিজ আমলের উপর কণাপরিমাণ ভরসাও বান্দার হতে পারে না। পূর্ণ ভরসা হবে তাঁরই দয়া করুণার উপর।


এ সম্পর্কিত আরও দু’আ...

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy