দু‘আ-১১

share dua

رَبَّنَا اَفْرِغْ عَلَیْنَا صَبْرًا وَّ تَوَفَّنَا مُسْلِمِیْنَ۠۝۱۲۶

উচ্চারণঃ রাব্বানা-আফরিগ ‘আলাইনা-সাবরাওঁ ওয়াতাওয়াফফানা-মুছলিমীন।

অর্থঃ হে আমাদের পরওয়ারদেগার! আমাদের উপর সবর বর্ষণ করুন এবং ইসলামের উপর আমাদের মৃত্যু নসীব করুন। ১৩

উৎসঃ -সূরা আ’রাফ : ১২৬

উপকারিতাঃ

: حيف كافر مردن وآدخ مسلماں زيستن অর্থাৎ, সত্য। اَفْرِغْ عَلَیْنَا صَبْرًا টীকা-৩ اَفْرِغْ عَلَیْنَا

১৩. কাফির যদি আনন্দের কিছুমাত্রও উপলব্ধি করতে পারত, যা মুমিনের নসীব হয় মৃত্যুর সময়! গালিব ছিলেন এক উচ্ছৃঙ্খল শ্রেণীর কবি। তারও পঙক্তি زيستن অর্থাৎ, মুসলমানের জীবন (যা অসংখ্য বিধি-নিষেধের শৃঙ্খলে আবদ্ধ) কি কোনো জীবন? আর কাফিরের মরণ কি কোনো মরণ? আল্লাহ হেফাযত করুন। পঙক্তির প্রথম কথা- ‘মুসলমানের জীবন...’ সম্পূর্ণ মিথ্যা। কারণ, ইসলামী জীবন তো পবিত্রতা নির্মলতা এবং শান্তি প্রশান্তির মূর্ত ছবি। আর দ্বিতীয় বাক্য- কাফিরের মরণ কি কোনো মরণ? অক্ষরে অক্ষরে সত্য। اَفْرِغْ (আমাদের উপর সবর বর্ষণ করুন)। সবরের দু‘আয় দুটো দিকই আছে। এক. শরীয়তের হুকুম-আহকাম পালনে কিছু না কিছু কষ্ট তো হয়েই থাকে। আবার প্রতিদানও নগদ পাওয়া যায় না। তাই সবরের তাওফীক প্রয়োজন হয়। দুই. বিরোধী হঠকারী লোকদের মাধ্যমে যে অসংখ্য যাতনা ভোগ করতে হয়, সেজন্যও সবর-শক্তির প্রয়োজন হয়। দ্রষ্টব্য টীকা-৩ اَفْرِغْ (আমাদের উপর বর্ষণ করুন)। অর্থাৎ আমাদের সবর সহনশীলতায় পূর্ণ অভ্যস্ত করুন। আমাদের উপর মুষলধারে সবর বর্ষণ করুন।


এ সম্পর্কিত আরও দু’আ...

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy