দু‘আ-৭

share dua

رَبَّنَاۤ اِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ اَخْزَیْتَهٗ ؕ وَ مَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ۝۱۹۲

উচ্চারণঃ রাব্বানাইন্নাকা মান তুদখিলিন্না-রা ফাকাদ আখঝাইতাহূ ওয়ামা-লিজ্জা-লিমীনা মিন আনসা-র।

অর্থঃ হে আমাদের পরওয়ারদেগার! আপনি যাকে জাহান্নামে দাখিল করবেন, তাকে তো লাঞ্ছিতই করলেন। আর কেউ নেই এ জালিমদের মদদগার।৯

উৎসঃ -সূরা আলে ইমরান : ১৯২

উপকারিতাঃ

وَ مَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ

৯. দুনিয়ায় সত্য গ্রহণের পথে এক বড় বাধা, পদ পদবির মোহ। এরই কারণে মানুষ অনেক নেক কাজ থেকে বিরত থাকে এবং অনেক গুনাহের কাজে লিপ্ত হয়। তাই আখিরাতে এই শ্রেণীর লোকের শাস্তি শুধু কষ্টদায়কই হবে না, লাঞ্ছনাদায়কও হবে। অমর্যাদার আশঙ্কায় যেহেতু তারা আল্লাহ তাঁর রাসূল থেকে দূরে থেকেছে, তাই আজ এদেরকে জনসমক্ষে লাঞ্ছনার স্বাদই সবচেয়ে বেশি আস্বাদন করানো হবে। (আর জালিমদের নেই কোনো মদদগার)। অর্থাৎ যারা নিজেদের উপর শেষ মুহূর্ত পর্যন্ত জুলুম করেছে। (সবচেয়ে বড় জুলুম খোদার খোদায়িত্বে কাউকে শরীক করা) তাদেরকে আযাব থেকে মুক্ত করার প্রশ্নই আসে না, কেউ তাদের শাস্তি সামান্যও কমাতে পারবে না।


এ সম্পর্কিত আরও দু’আ...

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy