দু‘আ-৬

share dua

رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا ۚ سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ۝۱۹۱

উচ্চারণঃ রাব্বানা-মা-খালাকতা হাযা-বা-তিলান ছুবহা-নাকা ফাকিনা-‘আযা-বান্না-র

অর্থঃ হে আমাদের পরওয়ারদেগার! এ (বিশ্বজগত) আপনি অনর্থক সৃষ্টি করেননি। (অর্থহীন কাজ থেকে) আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি। অতএব, জাহান্নামের আযাব থেকে আমাদের রক্ষা করুন।৮

উৎসঃ -আলে ইমরান : ১৯১

উপকারিতাঃ

৮. মুমিন বান্দার নিবেদন, প্রভু হে! আমরা মুশরিক কওম জাহেলী ধর্মের অনুসারীদের মতো নই। আপনার পূর্ণতার একটি গুণও আমরা অস্বীকার করি না। আমাদের দৃঢ় বিশ্বাস, সৃষ্টিজগতের একটি কণাও আপনি অনর্থক সৃষ্টি করেননি। আপনার সকল কাজ অর্থপূর্ণ, তাৎপর্যপূর্ণ। অর্থহীন কাজ থেকে আপনি চিরপবিত্র। বিশ্বাসের বদৌলতে কঠিন আযাব থেকে আমাদের রক্ষা করুন, যা অবিশ্বাসের শাস্তি।


এ সম্পর্কিত আরও দু’আ...

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy