দু‘আ-৩

share dua

رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِیْنَاۤ اَوْ اَخْطَاْنَا ۚ رَبَّنَا وَ لَا تَحْمِلْ عَلَیْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَی الَّذِیْنَ مِنْ قَبْلِنَا ۚ رَبَّنَا وَ لَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ ۚ وَ اعْفُ عَنَّا ۥ وَ اغْفِرْ لَنَا ۥ وَ ارْحَمْنَا ۥ اَنْتَ مَوْلٰىنَا فَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ۠۝۲۸۶

উচ্চারণঃ রাব্বানা-লা-তুআ-খিযনা ইন নাছীনা-আও আখতা’না-রাব্বানা ওয়ালা-তাহমিল ‘আলাইনা-ইসরান কামা-হামালতাহূ আলাল্লাযীনা মিন কাবলিনা-রাব্বানা-ওয়ালা তুহাম্মিলনা-মা-লা-তা-কাতা লানা-বিহী ওয়া‘ফু‘আন্না-ওয়াগফিরলানা-ওয়ারহামনা-আনতা মাওলা-না-ফানসুরনা-‘আলাল কাওমিল কা-ফিরীন।

অর্থঃ হে আমাদের পরওয়ারদেগার! যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি, তবে আপনি আমাদের পাকড়াও কোরেন না।৪ হে আমাদের পরওয়ারদেগার! আমাদের উপর এমন কঠিন কঠিন বিধান আরোপ কোরেন না, যেমন আরোপ করেছিলেন আমাদের আগের লোকদের উপর। (তারা ছিল আমাদের চেয়ে শক্তিশালী, তাই সে কঠিন বিধান পালনে সক্ষম হয়েছিল। আমরা সবদিক থেকে দুর্বল, কঠিন বিধান পালনের সামর্থ্য আমাদের নেই। পরওয়ারদেগার! আমাদের উপর এমন (দুঃখ-কষ্টের) ভার চাপিয়ে দিয়েন না, যা আমরা সহজে বহন করতে পারব না। আমাদের ভুল-ত্রুটি উপেক্ষা করুন। আমাদের অপরাধ মার্জনা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনিই আমাদের অভিভাবক। সুতরাং কাফির কওমের বিরুদ্ধে আমাদের বিজয়ী করুন।৫ (আমরা তো আপনারই দীনের সিপাহী। অতএব, আপনার বিদ্রোহী ও আপনার দ্বীনের বিরোধীদের মোকাবেলায় কেন আমাদের বিজয়ী করবেন না? সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে কীভাবে আপনি নিজ বান্দাদের সাহায্য করা থেকে বিরত থাকবেন?)

উৎসঃ -সূরা বাকারা : ২৮৬

উপকারিতাঃ

আছে- وَ اعْفُ عَنَّا পর্যায়। وَ اغْفِرْ لَنَا করুন। وَ ارْحَمْنَا

৪. বিস্মৃতি অনিচ্ছাকৃত ভুলত্রুটি আল্লাহ দয়া করে মাফ করে দিয়েছেন। তবু বান্দার বিনয় দাসত্বের দাবি নিজের মুখেও প্রার্থনা করতে থাকা। ৫. দু‘আর শেষে তিনটি কথা আছে- وَ (আমাদের ভুলত্রুটি উপেক্ষা করুন) অর্থাৎ শাস্তি মাফ করুন। হচ্ছে প্রথম পর্যায়। وَ (আমাদের অপরাধ মার্জনা করুন) অর্থাৎ শুধু অনিচ্ছাকৃত ভুলই নয়, ইচ্ছাকৃত অপরাধও ক্ষমা করুন। আর মার্জনার শুধু প্রথম পর্যায়, অর্থাৎ শাস্তি মওকুফই নয়, এর চূড়ান্ত পর্যায়ও আমাদের দান করুন। অর্থাৎ জান্নাতে দাখিল করুন। وَ (আমাদের উপর রহম করুন) অর্থাৎ নাজাত মুক্তির আইনী পরোয়ানা তো পাওয়া গেল; কিন্তু এতেই আমরা সন্তুষ্ট নই। আমাদের প্রতি আরো করুণা বর্ষণ করুন। আপনার করুণাধারায় আমাদের প্লাবিত করুন। আমাদের দান করুন উচ্চ থেকে উচ্চ মর্যাদা। ক্রমোন্নতিই তো মুমিনের চূড়ান্ত গন্তব্য।


এ সম্পর্কিত আরও দু’আ...

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy