দু'আ (পানাহার)

মোট বিষয় - ১৩ টি

সকল দু'আ একত্রে দেখুন

.

খাবার সামনে এলে পড়বে

share dua
details icon

اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْمَا رَزَقْتَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণঃ আল্লহুম্মা বারিক লানা ফি মা রযাক্বতানা ওয়াক্বিনা আজাবান্নার।

অর্থঃ হে আল্লাহ! আপনি আমাদেরকে যে রিয্‌ক দান করেছেন তাতে বরকত দান করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।

.

খাওয়ার শুরুতে পড়বে

share dua
details icon

بِسْمِ اللهِ وَبَرَكَةِ اللهِ

উচ্চারণঃ বিসমিল্লাহি ওয়াবারাকাতিল্লাহ্‌

অর্থঃ আল্লাহ তা’আলার নামে শুরু করছি, এবং আল্লাহ তা’আলার বরকতের সাথে এ খাবার গ্রহণ করছি।

.

মেজবানকে শুনিয়ে এই দু‘আ পড়বে দাওয়াত খাওয়ার দু‘আ-২

share dua
details icon

أَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ، وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ، وَأَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ

উচ্চারণঃ আকালা ত্বোয়ামাকুমুল আবরার ওয়াছল্লাত আলাইকুমুল মালায়িকাহ্‌ ওয়া আফ্‌ তার ইন্দাকুমুছ ছ’য়িমুন।

অর্থঃ আল্লাহ করুন যেন (এমনভাবে) নেককার লোকেরা তোমাদের খানা খায় এবং ফেরেশ্‌তাগণ যেন তোমাদের জন্যে ক্ষমা প্রার্থনার দু‘আ করে এবং রোযাদারগণ যেন তোমাদের বাড়িতে ইফতার করে।

.

পানি পান করার পর পড়বে

share dua
details icon

الْحَمْدُ لِلَّهِ الَّذِي سَقَانَا مَاءً عَذْبًا فُرَاتًا بِرَحْمَتِهِ، وَلَمْ يَجْعَلْهُ مِلْحًا أُجَاجًا بِذُنُوبِنَا

উচ্চারণঃ আলহাম্‌দু লিল্লাহিল্লাজি ছাকানা আজবান ফুরতান বিরহমাতিহ্‌ ওয়ালাম ইয়াজ্‌ আ’লহু মিলহান উজাজান বিযুনুবিনা।

অর্থঃ সকল প্রশংসা আল্লাহ তা’আলার জন্যে, যিনি আমাদেরকে স্বীয় রহমতে সুস্বাদু, সুমিষ্ট পানি পান করিয়েছেন এবং আমাদের গুনাহের কারণে তা তিক্ত ও লবণাক্ত করেননি।

.

দুধ পান করার সময় পড়বে

share dua
details icon

اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَزِدْنَا مِنْهُ.

উচ্চারণঃ আল্লাহুম্মা বারিক-লানা ফিহি ওয়াঝিদনা মিনহ্‌।

অর্থঃ হে আল্লাহ! আপনি এই দুধের মধ্যে বরকত দান করুন এবং অধিক পরিমাণে দান করুন।

.

খাওয়ার শেষে পড়ার দু’আ

share dua
details icon

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ اَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِيْنَ.

উচ্চারণঃ আলহামদু লিল্লাা হিল্লাযী আত্ব ‘আমানাা ওয়া সাক্বাা নাা ওয়াজা ‘আলানাা মুসলিমীন।

অর্থঃ সকল প্রশংসা আল্লাহ তা’আলার জন্যে যিনি আমাদের পানাহার করিয়েছেন এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন।

.

দস্তরখানা উঠানোর সময়

share dua
details icon

اَلْحَمْدُ لِلّٰهِ حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُبَارَكًا فِيْهِ غَيْرَ مَكْفِىٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا.

উচ্চারণঃ আলহামদুলিল্লাহি হামদান কাছিরান ত্বাইয়্যিবান মুবা-রাকান ফিহ গায়রা মাকফিয়্যিন ওয়ালা মুওয়াদ্দাইন অলা মুস্তাগনান আনহু রাব্বানা।

অর্থঃ সকল প্রশংসা আল্লাহ তা’আলার জন্যে। অনেক অনেক প্রশংসা এবং পবিত্র ও বরকতপূর্ণ প্রশংসা। হে প্রভু! এ খানাকে না যথেষ্ট মনে করা যেতে পারে (যে আর প্রয়োজন হবে না), আর না একে সম্পূর্ণ বিদায় দেয়া যেতে পারে (যে আর তার সাক্ষাতের প্রয়োজন হবে না), না এ হতে অমুখাপেক্ষী হওয়া যেতে পারে।

.

মৌসুমের নতুন ফল খাওয়ার দু’আ

share dua
details icon

اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فيْ ثَمَرِنَا. وَبَارِكْ لَنَا فِيْ مَدِيْنَتِنَا. وَبَارِكْ لَنَا فِيْ صَاعِنَا. وَبَارِكْ لَنَا فِيْ مُدِّنَا.

উচ্চারণঃ আল্লাাহুম্মা বাারিক লানা ফী সামারিনাা ওয়া বাারিক লানাা ফী মাদীনাতিনাা ওয়া বাারিক লানাা ফী সাা ’ইনাা ওয়া বাারিক লানাা ফী মুদ্দি নাা।

অর্থঃ হে আল্লাহ, আপনি আমাদের ফল-ফলাদিতে বরকত দিন, আমাদের শহরে বরকত দিন, আমাদের সা‘ তথা বড় পরিমাপক যন্ত্রে বরকত দিন, আমাদের মুদ্দ তথা ছোট পরিমাপক যন্ত্রে বরকত দিন।

.

খাওয়ার শেষে পড়ার দু’আ #২

share dua
details icon

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ اَطْعَمَنِيْ هٰذَا الطَّعَامَ وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّيْ وَلَا قُوَّةٍ.

উচ্চারণঃ আলহামদু লিল্লাা হিল্লাযী আত্ব ‘আমানী হাা যাত ত্ব‘আামা ওয়া রযাক্বনী হি মিন গইরি হাওলিম মিন্নী ওয়ালাা কুউওয়াহ।

অর্থঃ অর্থ: সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি আমাকে এই খানা খাওয়ালেন এবং আমার শক্তি ও সামর্থ ব্যতীতই এটা আমাকে দান করলেন।

১০.

খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে পড়বে

share dua
details icon

بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ ‏

উচ্চারণঃ বিস্‌মিল্লাহি ফী আওওয়ালিহী ওয়া আখিরিহী

অর্থঃ এর (খানার) শুরু ও শেষ আল্লাহ তা’আলার নামে।

১১.

খানা খাওয়ার সময় পড়বে

share dua
details icon

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ

উচ্চারণঃ আল্লা-হুম্মা বারিক লানা ফীহি ওয়া আত‘ইমনা খাইরাম-মিনহু

অর্থঃ হে আল্লাহ! আপনি আমাদেরকে এই খাদ্যে বরকত দিন এবং এর চেয়েও উত্তম খাদ্য আহার করান।

১২.

দাওয়াত খাওয়ার দু’আ-৩

share dua
details icon

«اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيمَا رَزَقْتَهُم، وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ»

উচ্চারণঃ আল্লা-হুম্মা বা-রিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম

অর্থঃ হে আল্লাহ! আপনি তাদেরকে যে রিযিক দান করেছেন তাতে তাদের জন্য বরকত দিন এবং তাদের গুনাহ মাফ করুন, আর তাদের প্রতি দয়া করুন

১৩.

দাওয়াত খাওয়ার দু’আ-৪

share dua
details icon

اللَّهُمَّ أَطْعِمْ مَنْ أَطْعَمَنِي، وَاسْقِ مَنْ سَقَانِي

উচ্চারণঃ আল্লা-হুম্মা আত্ব‘ইম মান আত্ব‘আমানী ওয়াসক্বি মান সাক্বা-নী

অর্থঃ হে আল্লাহ! যে আমাকে আহার করাবে আপনি তাদেরকে আহার করান এবং যে আমাকে পান করাবে আপনি তাদেরকে পান করান

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy