আসিফ আদনান

Blog Writer Image

আসিফ আদনান একজন ইসলামী লেখক, গবেষক, এক্টিভিস্ট। তিনি দ্বীনে আসেন ২০১৩ তে। শাপলার আন্দোলন উনার চিন্তার মোড় ঘুরিয়ে দেয়। তিনি সেন্ট জোসেফ স্কুল, নটরডেম কলেজে পড়েছেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স-মাস্টার্স করেন। এরপর মালেশিয়ার IIUM এ তিনি আরেকটি মাস্টার্স করে সেখানেই পিএইচডি করছেন। 


বাংলাদেশের ইসলামপন্থায় আসিফ আদনানের ভালো কিছু ভূমিকা আছে। ২০১৩ এর সময় যারা নাস্তিকতার বিরুদ্ধে কলম ধরেছে তার মধ্যে তিনি অন্যতম। সেসময়ের প্রকাশিত বিখ্যাত কয়েকটা বইয়ের সম্পাদক তিনি। এছাড়াও বাংলাদেশে সাড়া জাগানো বই চিন্তাপরাধ এর লেখক তিনি। ড্যানিয়েল হাক্বিকাতজুর বই তিনি অনুবাদ করেছেন সংশয়বাদি নামে। তার সাম্প্রতিককালে প্রকাশিত অনুবাদ বই হলো সাইয়েদ কুতুবের ইসলামী জীবনব্যবস্থার মূলনীতি। 


আসিফ আদনানের লেখালেখির মূল টপিক হলো মডার্নিটির ক্রিটিক ও ইসলামের সমাধান তুলে ধরা। অনলাইনে এসব টপিক নিয়ে তার আলোচনা ছড়িয়ে আছে। এছাড়াও বাংলাদেশের মুসলমানদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে ও সমাজের ইসলামাইজেশন হবে তা নিয়ে তার অসাধারণ কাজ হলো What is to be done সিরিজ। রিসেন্ট পাস্টে বাংলাদেশজুড়ে বেশ কিছু ক্যাম্পেইনে তার এ সিরিজের ভূমিকা ছিলো দেখার মত। ভ্যালেন্টাইনস ডে সহ নানা কিছুতে উনার ক্যাম্পেইন আইডিয়া নিয়েই কাজ হয়েছে। 


শাতিমে রাসূল বিরোধী আন্দোলনেও বারবার এসেছে উনার ঠিক করে দেওয়া স্লোগান। অনলাইনে তিনি একাধিক কোর্সও করান। আল্লাহ উনাকে হিফাজত করুন।

আসিফ আদনান-এর সকল ব্লগ