আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭৭- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৬৫২১
আন্তর্জতিক নং: ৬৯৯২
পরিচ্ছেদঃ ২৯৩৭. বন্দী, বিশৃংখলা সৃষ্টিকারী ও মুশরিকদের স্বপ্ন।
আল্লাহ বলেন, তাঁর সাথে দু’জন যুবক কারাগারে প্রবেশ করল ... যখন দূত তার কাছে উপস্থিত হলো, তখন সে বলল, তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও (১২ঃ ৩৬-৪৯) পর্যন্ত।
ادَّكَرَ এর আসল রূপ ذَكَرَ শব্দ থেকে ইফতিয়াল। أُمَّةٍ অর্থ যুগ, أَمَهٍ ও পড়া যায়, অর্থ ভুলে যাওয়া। ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, يَعْصِرُونَ আঙ্গুর ও তেল নিংড়িয়ে রস বের করবে। تَحْصِنُونَ তোমরা সংরক্ষণ করবে।
আল্লাহ বলেন, তাঁর সাথে দু’জন যুবক কারাগারে প্রবেশ করল ... যখন দূত তার কাছে উপস্থিত হলো, তখন সে বলল, তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও (১২ঃ ৩৬-৪৯) পর্যন্ত।
ادَّكَرَ এর আসল রূপ ذَكَرَ শব্দ থেকে ইফতিয়াল। أُمَّةٍ অর্থ যুগ, أَمَهٍ ও পড়া যায়, অর্থ ভুলে যাওয়া। ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, يَعْصِرُونَ আঙ্গুর ও তেল নিংড়িয়ে রস বের করবে। تَحْصِنُونَ তোমরা সংরক্ষণ করবে।
৬৫২১। আব্দুল্লাহ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ইউসুফ (আলাইহিস সালাম) যতদিন কারাগারে কাটিয়েছেন, যদি আমি ততদিন কাটাতাম, অতঃপর আমার কাছে (বাদশাহর পক্ষ থেকে) আহবানকারী আসত, তাহলে আমি অবশ্যই তার ডাকে সাড়া দিতাম।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন