মুসলিম বিবাহ

আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৯- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৬২৫৬
আন্তর্জতিক নং: ৬৭১৩

পরিচ্ছেদঃ ২৭৮৫. মদীনার সা’ ও নবী (ﷺ) এর মুদ্দ এবং এর বরকত।
আর মদীনাবাসীগণ এর থেকে যুগযুগান্তর ধরে উত্তরাধিকারসূত্রে যা পেয়েছেন।

৬২৫৬। মুনযির ইবনুল ওয়ালীদ জারুদী (রাহঃ) ......... নাফি' (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে উমর (রাযিঃ) রমযানের ফিতরা আদায় করতেন নবী (ﷺ) এর মুদ্দ অর্থাৎ প্রথম মুদ্দ এর মাধ্যমে। এবং কসমের কাফফারাতেও তিনি নবী (ﷺ) এর মুদ্দ ব্যবহার করতেন। আবু কুতায়বা বলেনঃ মালিক (রাহঃ) আমাদেরকে বলেছেন যে, আমাদের মুদ্দ তোমাদের মুদ্দ অপেক্ষা বড়। আর আমরা নবী (ﷺ) এর মুদ্দের মাঝেই আধিক্য দেখি। রাবী বলেন, আমাকে মালিক (রাহঃ) বলেছেনঃ তোমাদের কাছে কোন বাদশাহ এসে যদি নবী (ﷺ) এর মুদ্দ থেকে তোমাদের মুদ্দকে ছোট করে দিয়ে থাকেন, তাহলে তোমরা কিসের মাধ্যমে (ওজন করে) মানুষদেরকে দিতে? আমি বললাম, নবী (ﷺ) এর মুদ্দ দিয়েই প্রদান করতাম। তিনি বললেনঃ তোমরা কি দেখছ না যে, পরিমাপের ব্যাপারটা এভাবেই নবী (ﷺ) এর মুদ্দের দিকে প্রত্যাবর্তন করছে।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ বুখারী - হাদীস নং ৬২৫৬ | মুসলিম বাংলা