আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৯- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৬২৫৫
আন্তর্জতিক নং: ৬৭১২
পরিচ্ছেদঃ ২৭৮৫. মদীনার সা’ ও নবী (ﷺ) এর মুদ্দ এবং এর বরকত।
আর মদীনাবাসীগণ এর থেকে যুগযুগান্তর ধরে উত্তরাধিকারসূত্রে যা পেয়েছেন।
আর মদীনাবাসীগণ এর থেকে যুগযুগান্তর ধরে উত্তরাধিকারসূত্রে যা পেয়েছেন।
৬২৫৫। উসমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... সায়িব ইবনে ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) এর যমানায় সা’ ছিল তোমাদের এখনকার মুদ্দের হিসাবে এক মুদ্দ ও এক মুদ্দের এক তৃতীয়াংশ পরিমাণ। এরপর উমর ইবনে আব্দুল আযীয (রাহঃ) এর যমানায় তার পরিমাণ বাড়ানো হয়েছে।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন